• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ছেলের হাতে মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ০৪:১০

ছেলের হাতে মায়ের মৃত্যু

সিরাজগঞ্জ পৌর এলাকায় ছেলের লাঠির আঘাতে আঞ্জুয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আরিফকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিহতের ছেলে আরিফ মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার সন্ধ্যায় সে তার বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মা আঞ্জুয়ারা বেগম মারা যান। আহত বাবা শাহ জামালকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানায় পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, ‘ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর খবর পেয়ে আরিফ নামের ওই যুবককে আটক করা হয়েছে।’

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top