সিলেটে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
সিলেট থেকে | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ২১:০৭
সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় বিদুৎ বিভ্রাটের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। তাদের দাবি দীর্ঘদিন থেকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট জনসাধারণ।
বুধবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে লাউয়াই এলাকার লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে থানা পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে এলাকাবাসী ঘন্টাখানেক পর অবরোধ তুলে নেন।
লাউয়াই এলাকার বাসিন্দা রাসেল আহমদ জানান, দিনের কয়েক ঘন্টা এলাকায় বিদুৎ থাকেনা। কিন্তু পাশ্ববর্তী এলাকা পিরোজপুরে বিদুৎ থাকে। এই নিয়ে এলাকায় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে।’ তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে লোড শেডিং করছে বিদ্যুৎ বিভাগ। ফলে বাধ্য হয়ে এলাকাবাসী আন্দোলনে নেমেছেন।
দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, লাউয়াই এলাকাবাসী বিদুৎতের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছিল। পরবর্তীতে থানা পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।