টেকনাফে ৪২ হাজার ইয়াবাসহ আটক ২
টেকনাফ থেকে | প্রকাশিত: ২ মে ২০২২, ০৬:২৯
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪২ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৩০ মে) রাত ১০ টারদিকে উপজেলা বাজার এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন-আব্দুর রাজ্জাক (২১ ) এবং মো. ইলিয়াছ (১৭ )। তাদের হাতে থাকা বস্তা তল্লাশি করে ৪২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন টেকনাফ বাজার সিএনজি স্টেশনের সামনে একটি সাদা রঙের বস্তা হাতে দুজনকে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় তারা না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করেন।
আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ড সদর দপ্তর গোয়েন্দা শাখার মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।