লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ মে ২০২২, ২২:৫৮

লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে ঈদ উদযাপন

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়লেন লক্ষ্মীপুর ও মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লি। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

সোমবার (২ মে) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তার বাসার আঙ্গিনায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

জানা যায়, মাওলানা ইসহাক (রা:) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ মক্কা ও মদিনার সাথে মিল রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছেন। গত ৪৩ বছর ধরে তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top