চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন

চাঁদপুর থেকে | প্রকাশিত: ৩ মে ২০২২, ০২:৫১

চাঁদপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সোমবার (২ এপ্রিল) সকাল ১০টায় হাজীগঞ্জ বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা দরবার শরীফ মাদরাসা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

পরে ক্রমান্বয়ে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মানুষের শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

সাদ্রা দরবার শরীফের প্রতিষ্ঠাতা বিশ্ব মুক্তি মাওলানা ইছহাক চৌধুরী ১৯২৮ সাল থেকে চাঁদ দেখা ও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদসহ সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। এরই প্রেক্ষিতে রবিবার (১ এপ্রিল) আফগানিস্তান, নাইজার ও মালিতে চাঁদ দেখার খবরে চাঁদপুরের হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা ও শমেসপুর গ্রামের কিছু অংশের মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন। সেসময় জামাতে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top