দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিও বিএসএফএর মিষ্টি বিনিময়

হিলি থেকে | প্রকাশিত: ৪ মে ২০২২, ০৫:০৮

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিও বিএসএফএর মিষ্টি বিনিময়

পবিত্র ঈদ-উল ফিতর উপলেক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিও বিএসএফএর মিষ্টি বিনিময় হয়েছে।

মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে১১ টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের১১ নং সাব পিলার সংলগ্ন চেকপোষ্ট গেটের শুন্য রেখায় এ মিষ্টি বিনিময় করা হয়্। এ সময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মোখলেছুর রহমান, আইসিপি চেকপোষ্ট কমান্ডার ফজলুর রহমানের হাতে ভারতের ৬১ বিএসএফ পতিরাম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ভিনয় কুমার ও ১৮০ বিএসএফ আইসিপি কমান্ডার ভারত ভুষন মিষ্টি তুলেদেন এবং পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানান। এ সময় তারা একে অপরের সংঙ্গে কুশল বিনিময় করেন।

বিজিবি হিলি আইসিপি চেকপোষ্ট কমান্ডার ফজলুর রহমান জানান সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন একে অপরের সংঙ্গে মিলেমিশে সীমান্তে তাদের দায়িত্ব পালন করতে পারে সে জন্য প্রতি বছর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসব গুলিতে একে অপরের সংঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top