দৌলতদিয়ায় ৫ কিলোমিটার এলাকায় যানজট

দৌলতদিয়া থেকে | প্রকাশিত: ৭ মে ২০২২, ২১:৩৯

দৌলতদিয়ায় ৫ কিলোমিটার এলাকায় যানজট

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। সকালে যাত্রী ও যানবাহনের চাপ না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যায়। ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় পাঁচ কিলোমিটার যানবাহনের সিরিয়াল তৈরি হয়। এতে প্রায় তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

শুক্রবার (৬ মে) রাত সাড়ে ৯টা পর্যন্ত ঘাটের জিরো পয়েন্ট থেকে যানবাহনের সারি ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা ছেড়ে গেছে। সিরিয়ালে থাকা যানবাহনগুলোর মধ্যে দূরপাল্লার বাস ও জরুরি পণ্যবাহী ট্রাক রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, বিকেলের পর থেকে জরুরি কাঁচামালের ট্রাকের চাপ বেড়ে যাওয়ায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। এতে পরিবহনের যাত্রীদের ঘাট এলাকায় অপেক্ষা করে ফেরি পেতে হচ্ছে। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ২১ টি ফেরি চলাচল করছে।

এনএফ৭১/এমএ/২০২২



বিষয়: দৌলতদিয়া


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top