এক সপ্তাহ পর আবারও বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের অবস্থান কর্মসূচী শুরু

দিনাজপুর থেকে | প্রকাশিত: ৯ মে ২০২২, ০৬:২৮

এক সপ্তাহ পর আবারও বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকদের অবস্থান কর্মসূচী শুরু

বড়পুকুরিয়া কয়লা খনির গেট উন্মুক্তকরন, বকেয়া বেতনভাতা প্রদান ও শ্রমিকদের স্ব স্ব কর্মস্থলে যোগদান করার দাবিতে এক সপ্তাহ বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে কয়লাখনির শ্রমিকরা বিক্ষোভ মিছিলসহ খনি গেটের সামনে আবারও অবস্থান কর্মসূচী পালন করেছে।

রোববার (৮ মে) সকাল ১১টায় বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিকরা খনি সড়কে বিক্ষোভ মিছিল শেষে খনির আবাসিক গেটের সামনে অবস্থান নেন। এ সময় বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, আমরা তিন দফার দাবীতে গত ২৭ এপ্রিল থেকে এখানে অবস্থান কর্মসূচী পালন করছি। এর মধ্যে নেতৃবৃন্দের সাথে আলোচনার প্রেক্ষিতে খনির অভ্যন্তরে কর্মরত ৪ শতাধিক শ্রমিকদের বেতন দিয়ে ঈদ উপলক্ষে গত ৩০ এপ্রিল তাদের বাড়িতে পাঠায়ে দেয়। এরপর গত এক সপ্তাহে আমাদের তিন দফার দাবীর ব্যাপারে কোন সাড়া দেয়নি খনি কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে আবারও বিক্ষোভ অবস্থান কর্মসূচী শুরু করেছি। আমাদের দাবী না মানা পর্যন্ত আমাদের এ অবস্থান কর্মসূচী চলমান থাকবে। এ সময় খনি গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল থেকে খনির বাইরে ৬ শতাধিক শ্রমিক খনি গেটের সামনে অবস্থান কর্মসূচী শুরু করেছে। খনির অভ্যন্তরে ৪ শতাধিক শ্রমিক আন্দোলন কর্মসূচীর সাথে একাত্মতা ঘোষণা করে কর্মবিরতি শুরু করায় ঐদিন থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে গেছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top