১০ কেজি গাজাসহ দুই মাদক কারবারি আটক
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৯ মে ২০২২, ০৬:৩৩
বাগেরহাটের ফকিরহাট মহাসড়ক এলাকা থেকে ১০ কেজি গাজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬ এর একটি দল।
রোববার (৮ মে) দুপুরে র্যাবের মিডিয়া সেল থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ফকিরহাট থেকে খুলনাগামী বিআরটিসি বাসে যাত্রীবেশে দুইজন মাদক কারবারি গাঁজা নিয়ে খুলনা যাচ্ছিল।
গোপনে সংবাদ পেয়ে, শনিবার সন্ধ্যায় র্যাব-৬ এর একটি দল ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকায় বাসটি থামিয়ে বিশেষ এক অভিযান পরিচালনা করে। অভিযানে রূপসা নতুন বাজার এলাকার মৃত শেখ মোন্তাজ উদ্দিনের ছেলে মাদক কারবারি মো. আলতাফ হোসেন শেখ (৫৬) ও একই এলাকার মো. আলতাফ হাওলাদারের ছেলে ইমন হাওলাদার (২০) আটক করে। এ সময়ে আটককৃতদের কাছে থাকা ১০ কেজি গাঁজা, ৩টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৪২ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত আসামীদের ফকিরহাট মঢেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: গাঁজা মাদক কারবারি বাগেরহাট আটক র্যাব-৬
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।