শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ মে ২০২২, ০৬:২৩

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে পড়ে রিপা আক্তার (১০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মে) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রিপা আক্তার ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, রিপা আক্তারের মা শিশুটিকে টিউবওয়েলের পাশে রেখে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বালতিতে পানি ভরে ঘরে গামছা আনতে যান। এ সময় শিশুটি হামাগুঁড়ি দিয়ে বালতির পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকা ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ বলেন, গোসল করার সময় অসাবধানতাবশত বালতির পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top