শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ভোজ্য তেল মজুদ করার অপরাধে জরিমানা আদায়

পাবনা থেকে | প্রকাশিত: ১২ মে ২০২২, ১০:০৫

ভোজ্য তেল মজুদ করার অপরাধে জরিমানা আদায়

পাবনার সুজানগরে একটি দোকালে অভিযান চালিয়ে বিপুল পরিমানের ভোজ্য তেল মজুদ করার অপরাধে জরিমানা আদায় করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

জানা গেছে, বুধবার (১১ মে) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলামের নেতৃত্বে সুজানগর বাজারে ঘোষ স্টোরের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে এক হাজার ৪৩৫ লিটার খোলা সয়াবিন তেল এবং এক হাজার ৭০২ লিটার বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়।

সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, বহু আগে ক্রয়কৃত এসব তেল বাজারে কৃত্রিম সংকট সৃষ্ঠি করার জন্য মজুদ করার অপরাধে প্রতিষ্ঠানটি থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। বোতলজাতকৃত তেল ভোক্তাদের মধ্যে ন্যায্য মূলে বিক্রয় করা হয়।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top