হিলি বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

দিনাজপুর থেকে | প্রকাশিত: ১৬ মে ২০২২, ০৯:৫২

হিলি বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হিলি বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

হিলি আমদানিকারক গ্রুপের সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় রোববার (১৫ মে) একদিন হিলি বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

সোমবার (১৬ মে) সোমবার সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

হিলি স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের মিডিয়া উইং কর্মকর্তা সোহরাফ হোসেন মল্লিক জানান, রবিবার সরকারি ছুটি থাকায় বন্দরে পণ্য খালাস বন্ধসহ আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

এ সময় বন্দরের মধ্যে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top