বৈদ্যুতিক আগুনে পানের বরজ পুড়ে ছাই

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৬ মে ২০২২, ১০:২৬

বৈদ্যুতিক আগুনে পানের বরজ পুড়ে ছাই

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে সঞ্চালন লাইনের বৈদ্যুতিক আগুনে একটি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে বরজের পান পুড়ে চাষির দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পিলজংগ ইউনিয়নের ১নং বালিয়াডাঙ্গা গ্রামের শেখ মো. হুমায়ুন কবীরের পানের বরজে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, খুলনার গোয়ালপাড়া-বাগেরহাট পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ (পিডিবি) এর ১ লক্ষ ৩২ হাজার কেভি সঞ্চালন লাইনের ওই স্থানের খুঁটির তারে ঘুড়ি উড়ানোর লাইলনের কাপড় জড়িয়ে যায়। এরপর কাপড়ে আগুন ধরে নীচে বরজের উপর পড়ে। ফলে বরজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আশপাশের লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দীর্ঘসময় চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় বলে স্থানীয় ওমর ফারুক জানান।

ভুক্তভোগী হুমায়ুন কবীর জানান, এতে তার ১৫ কাঠা জমির পানের বরজের প্রায় ৫ কাঠা জমির পান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় বরজের অন্যন্য পানও ক্ষতিগ্রস্ত হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের খুলনার পাওয়ার গ্রীডের তড়িৎবিদ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিদ্যুতের সঞ্চালন লাইন থেকে ওই কাপড় অপসারন করা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top