উৎপাদিত কৃষিপণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছাতে ভ্যান বিতরণ

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৭ মে ২০২২, ০৯:৫৫

উৎপাদিত কৃষিপণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছাতে ভ্যান বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে মাঠ পর্যায়ের কৃষকদের উৎপাদিত সবজীসহ বিভিন্ন কৃষিপণ্য বহন ও খুচরা ভোক্তাদের কাছে সরাসরি বিক্রির সুবিধার্থে ৬টি কৃষক গ্রুপের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে।

স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওয়াতায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সোমবার (১৬ মে) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ৬ জন কৃষকের মাঝে ভ্যান বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি সহ বিভিন্ন উপ-সহকারী কৃষিকর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top