• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নিখোঁজের একদিন পর ঝোপে মিললো শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মে ২০২২, ০৩:৫৬

নিখোঁজের একদিন পর ঝোপে মিললো শিশুর মরদেহ

নিখোঁজের একদিন পর আশুলিয়ার কলতাসূতি এলাকার একটি ঝোপ থেকে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার (১৫ মে) বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়।

শিশুটির নাম সামিয়া আক্তার (৫)। সে কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার ঝাটিয়াপাড়া গ্রামের আব্দুল মতিনের মেয়ে। মতিন কলতাসুতী নয়াবাড়ি এলাকায় আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। মা পোশাক শ্রমিক। শিশুটি মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। কাজের প্রয়োজনে রোববার সকালে বাবা-মা বাসার বাইরে যান। বিকেলে ফিরে এসে সামিয়াকে আর পাননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে পুলিশকে জানান।

মঙ্গলবার সকালে একটি ঝোপে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ভাড়া বাসা থেকে অর্ধ কিলোমিটার দূরের একটি ঝোপে শিশুটিকে পাওয়া যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top