ফকিরহাটে ২৭ টাকা কেজি দরে বোরো ধান ও ৪০ টাকায় চাল সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ
ফকিরহাট থেকে | প্রকাশিত: ১৮ মে ২০২২, ০৬:৫৮
বাগেরহাটের ফকিরহাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। ফকিরহাট খাদ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (১৭ মে) সকাল ১০টায় লাল ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষ্ণা সরকার, খাদ্য নিয়ন্ত্রক দিপঙ্কর মন্ডল প্রমূখ। এসময় বিভিন্ন কৃষকগন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার ফকিরহাট খাদ্য বিভাগ ১২৩৬ মে. টন ধান ও ৬০ মে.টন চাল সংগ্রহ করবে। প্রতি কৃষকের নিকট থেকে ৩ মে. টন পর্যন্ত বোরো সংগ্রহ করা হয়ে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারন করা হয়েছে ২৭ টাকা ও প্রতি কেজি চালের মূল্য নির্ধারন করা হয়েজে ৪০টাকা।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ফকিরহাট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।