দগ্ধ ৬ রোহিঙ্গার মধ্যে চিকিৎসাধীন আরো এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মে ২০২২, ২০:২৯

দগ্ধ ৬ রোহিঙ্গার মধ্যে চিকিৎসাধীন আরো এক শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয় রোহিঙ্গার মধ্যে হাফিজুল মোস্তফা নামের সাত বছরের আরো এক শিশুর মৃত্যুর হয়েছে। এ পর্যন্ত দগ্ধ তিন জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন— হাফিজুল মোস্তফা (৭), নুর আলম (৫৯) ও তার ছেলে আনোয়ার কামাল (১২)। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক।

তিনি জানান, গত ১২ মে কুতুপালং ক্যাম্প-১ ডি/৪ ব্লকের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬ রোহিঙ্গা দগ্ধ হয়। প্রথমে তাদের কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে নুর আলম ও আনোয়ার কামালের মৃত্যু হয়। পরে রাত ১১টার দিকে শিশু হাফিজুল মোস্তফারও মৃত্যু হয়।

গত ১২ মে সকাল সাড়ে ৮টার দিকে নুরুল আলমের স্ত্রী গ্যাসের চুলায় রান্না বসাতে গেলে সেখানে পাইপে আগুন লেগে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ছেলে ও বেড়াতে আসা লোকজন দগ্ধ হয়। তখন তাদের বসতিটিও পুড়ে যায়।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top