কুমার নদের তীরে চলছে জসীম পল্লি মেলা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ মে ২০২২, ০৫:০০
ফরিদপুরে চার বছর বিরতির পর আবারও শুরু হয়েছে জসীম পল্লি মেলা। পল্লীকবি জসীম উদ্দীনের বাড়িসংলগ্ন জসীম উদ্যানে কুমার নদের পাড়ে এ মেলার আয়োজন করা হয়েছে। ১৫ মে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী বীর বিক্রম।
খোঁজ নিয়ে জানা যায়, পল্লীকবি জসীম উদ্দিন জন্মবার্ষিকীতে ১৯৮৯ সালের ১ জানুয়ারি থেকে পক্ষকালব্যাপী জসীম পল্লী মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। চার বছর বিরতির পর এ বছর ফের মেলার আয়োজন করা হয়। মেলায় ১৬১টি স্টলে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা হরেক রকম পণ্যের পশরা সাজিয়ে বসেছেন। দর্শনার্থীরা নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা।
মেলার আয়োজকরা বলেন, কবির রচনা ও সৃষ্টি মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই এ আয়োজন হয়ে আসছিল। মহামারিসহ বিভিন্ন কারণে গত চার বছর এ মেলা অনুষ্ঠিত হয়নি। ফরিদপুরবাসীর দাবিতে বিলম্বে হলেও মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত জসীম মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফরিদপুরের জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি অতুল সরকার বলেন, মেলায় পল্লীকবির জীবন ও রচনা নিয়ে আলোচনা হবে। ফলে তার সৃষ্টি মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। দেশের বিভিন্ন জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো জসীম মঞ্চে পল্লীগীতি, জারি, কবি গান, আবৃত্তি, নৃত্য ও লোকগান পরিবেশন করবে। মেলা চলবে আগামী ২৯ মে পর্যন্ত।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: কুমার নদ জসীম পল্লি মেলা ফরিদপুর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।