ফকিরহাটে গ্রাম পুলিশ কর্তৃক হিন্দু নারীকে ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৯ মে ২০২২, ০৬:৫৫

ফকিরহাটে গ্রাম পুলিশ কর্তৃক হিন্দু নারীকে ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে এক হিন্দু নারী (৪০) কে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মো. মোস্তফা শেখ উপজেলার শুভদিয়া ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে কর্মরত গ্রাম পুলিশ। মঙ্গলবার (১৭ মে) রাত পৌঁনে ৯টায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা রেকর্ড করা হয়। মামলা নং ১১, ১৭/৫/২০২২।

পুলিশ সূত্রে মামলার বিরবণে জানা যায়, শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের এক হিন্দু নারী (৪০) স্বামী বাড়ি না থাকায় সোমবার সন্ধ্যার পরে তার হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে বাড়ির পাশের বিলে যান। এ সময় আনুমানিক রাত ৯টার দিকে গ্রাম পুলিশ মো. মোস্তফা শেখ তাকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে ঐ রাতেই ফকিরহাট মডেল থানায় মো. মোস্তফা শেখকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এই ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সঞ্জীব কুমার পাল জানান, মামলার পর আসামি মো. মোস্তফা শেখকে গ্রেপ্তার করা হয়েছে। সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হব।

অভিযুক্ত মো. মোস্তফা শেখ উপজেলার শুভদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মো. বক্কর শেখের ছেলে। স্থানীয়রা জানান, এর আগেও মো. মোস্তফা শেখের বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। সে বিভিন্ন সময়ে নারীর প্রতি অসদাচারণের দায়ে একাধিকবার জরিমানাও দিয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলিমুজ্জামান জানান, আসামী মো. মোস্তফাকে আইনের আওতায় আনা হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top