নিম্নমানের উপকরণ ব্যবহারে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং
নীলফামারী থেকে | প্রকাশিত: ১৯ মে ২০২২, ১০:৫১
নীলফামারীর সৈয়দপুর উপজেলা বোতলাগাড়ী ইউনিয়নে রাস্তা সংষ্কারের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বসুনিয়াপাড়া ব্রীজ হতে পাঠানপাড়াগামী সড়কের শ্বাষকান্দর কাঙ্গালপাড়া ভাই ভাই মোড় থেকে প্রামাণিক পাড়া পর্যন্ত সংষ্কার করা হচ্ছে। এক হাজার ৪শ' মিটার দৈর্ঘ্যর এই সংষ্কার কাজের প্রায় তিনভাগ ইতিমধ্যে শেষ করা হয়েছে।
এ সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, রমজান মাসের মাঝামাঝি সময়ে রাস্তার কাজ শুরু করা হয়েছে। ঈদুল ফিতরের ৩-৪ দিন আগে সম্পন্নকৃত অংশে কার্পেটিং করা হয়। এ কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করায় হাত দিয়ে টানতেই কার্পেটিংয়ের পাথর উঠে আসছে।
এ ব্যাপারে প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী মোখছেদুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী এ এস এম রেজা আলী জানান, এলাকাবাসীর অভিযোগ ঠিক নয়। কাজের মান ভালো। তারপরও বৃষ্টি হওয়ায় হয়তো কোথাও কোথাও একটু মাটি ডেবে সামান্য গর্ত হয়েছে। এটা হতেই পারে। রাস্তার কাজ এখনও শেষ হয়নি। বাকি কাজ শেষ করে যেখানে সমস্যা দেখা যাবে তা ঠিক করে নেয়া হবে।
তিনি জানান, ৭২ লাখ ৯ হাজার ২শ' টাকা বরাদ্দে এই কাজটি করছে মেসার্স মহসেনা এন্টারপ্রাইজ। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কানিয়ালখাতার এই প্রতিষ্ঠানের বেশ সুনাম রয়েছে। তাই তাদের কাজ নিয়ে আমরা কখনই চিন্তিত নই। মেয়াদকালে কোন ত্রুটি হলে তারা তা মেরামত করে দিবে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: নীলফামারী রাস্তা সংষ্কার কার্পেটিং
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।