শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেফতার চালকের মুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনা থেকে | প্রকাশিত: ২০ মে ২০২২, ১০:০০

সড়ক দুর্ঘটনার মামলায় গ্রেফতার চালকের মুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

সড়ক দুর্ঘটনার এক মামলায় গ্রেফতার বাস চালক মমিন সরদারের মুক্তি ও সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বিক্ষোভ শেষে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এ সময় বক্তব্য দেন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান, লাইন সম্পাদক আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক শেখ রনি, সাবেক অর্থ সম্পাদক ফরিদ উদ্দিন সহ অনেকে।


বক্তারা বলেন, ‘সড়কে যে কোনও দুর্ঘটনায় এখন হত্যা মামলায় পরিণত হচ্ছে। অবিলম্বে সড়ক দূর্ঘটনার মামলায় গ্রেপ্তার বাসচালক মমিন সরদারকে মুক্তি দিতে হবে। তা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।’

উল্লেখ্য, চলতি বছরের ১৭ জানুয়ারি ঢাকা-পাবনার মহাসড়কের কাশিনাপুরের ২৪ মাইল এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হোন। এঘটনায় আমিনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। এই মামলায় বাসচালক মমিন সরদার গত ১২ মে পাবনা জজকোর্টে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top