সৈয়দপুরে কৃষকদের মাঝে ভর্তুকিতে যন্ত্রপাতি বিতরণ
নীলফামারী থেকে | প্রকাশিত: ২০ মে ২০২২, ১১:১১
নীলফামারীর সৈয়দপুরে কৃষকদের মাঝে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু হয়েছে। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা বেগম।
সৈয়দপুর উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি ২০২১-২০২২ অর্থবছরে বোরো মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ওই প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকিতে কৃষকদের মাঝে একটি কম্বাইন হারভেস্টার, তিনটি পাওয়ার থ্রেসার এবং চারটি সিডার বিতরণ করা হচ্ছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: নীলফামারী কৃষি যন্ত্রপাতি বিতরণ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।