স্লুইচ গেট দিয়ে পানি ঢুকে তলিয়ে গেছে বোরো ধান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ মে ২০২২, ০৫:৫৫

স্লুইচ গেট দিয়ে পানি ঢুকে তলিয়ে গেছে বোরো ধান

পাবনার ভাঙ্গুড়ায় হঠাৎ বেড়েছে গুমানি নদীর পানি। পুঁইবিল স্লুইচ গেটের ভাঙা দরজা দিয়ে বোরো প্রকল্পে ঢুকে পড়েছে বেড়ে যাওয়া পানি। এতে পাকা ধান তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

শুক্রবার (২০ মে) বিকেল থেকে বোরো প্রকল্পের ভেতর পানি ঢুকতে থাকে। শনিবার (২১ মে) বিকেল পর্যন্ত পানি ঢুকছে বলে জানিয়েছেন কৃষকরা। তাই অনেকে ধান কাটতে ব্যস্ত হয়ে পড়েছেন। কোমর সমান পানিতেই ধান কেটে নৌকায় বা পলিথিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বরো প্রকল্পের অভ্যন্তরে ভাঙ্গুড়া উপজেলার বিল অঞ্চলের দিলপাশার ইউনিয়ন ও খানমরিচ ইউনিয়নের প্রায় চার হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধান প্রায় পেকে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, ওই প্রকল্পে চার হাজার হেক্টর জমি রয়েছে। শতকরা ৩০ শতাংশ ধান কাটা হয়েছে। অবশিষ্ট জমির ধানও পেকে গেছে। তাই আকস্মিক নদীর পানি বেড়ে যাওয়ায় তারা আতঙ্কিত। পানি উন্নয়ন বোর্ডের স্লুইচ গেট দিয়ে পানি ঢুকলে ক্ষতির আশঙ্কা রয়েছে।

পাবনা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আলামিন হোসেন বলেন, বৃহস্পতিবার স্লুইচগেটের দরজা বন্ধ করা হয়েছে। তবে পুরোপুরি বন্ধ না হয়ে থাকলে পানি ঢুকতে পারে। পুনরায় চেক করা হবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top