শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুরে শুরু হয়েছে ভুমি সেবা সপ্তাহ ২০২২

লক্ষীপুর থেকে | প্রকাশিত: ২৩ মে ২০২২, ১১:১৫

লক্ষ্মীপুরে শুরু হয়েছে ভুমি সেবা সপ্তাহ ২০২২

হাতের মুঠোয় ভুমি সেবা" এই পতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভুমি সপ্তাহ।

রবিবার (২২ মে) বিকাল ৪টায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে লক্ষ্মীপুর পৌর ভুমি অফিস প্রাঙ্গনে ভুমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। উদ্বোধন শেষে ১৫০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির খতিয়ান হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, সহকারী কমিশনার(ভুমি) অমিত রায়, রায়পুর পৌর ভুমি কমিশনার সোবাহান ইকবাল প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top