স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ মে ২০২২, ০৫:৫৮

স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন

গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানার নতুন একটি ইউনিটে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে কারখানাটিতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

সোমবার (২৩ মে) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কারখানার লার্জ ভলিউম পারেন্টাল ইউনিটে (এলভিপি) আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় সেখানে ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হালিম জানান, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় পরে একাধিক ইউনিট কাজে যোগ দেয়। তবে এ মুহূর্তে গুনে বলা যাচ্ছে না কতোগুলো ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিভিন্ন জায়গার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। তবে ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, এখন সব মিলেয়ে ১৩টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো হবে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top