গাজীপুরে আরেক কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ মে ২০২২, ০৬:০৮
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় নুর গ্রুপের রায়হান নিট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
সোমবার (২৩ মে) দুপুর আড়াইটায় রায়হান নিট কম্পোজিটের চার তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
তিনি জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্রুপের রায়হান নিট কম্পোজিট মিলের সাত তলা ভবনের চার তলার গুদামে আগুনের সূত্রপাত হয়। কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসের খবর দেয় কর্তৃপক্ষ। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এদিকে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় আগুন লাগে । খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন বাড়তে থাকায় সেখানে আরও ছয়টিসহ মোট ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: গাজীপুর কারখানা আগুন ফায়ার সার্ভিস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।