• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


থানচি জীবননগরে পাহাড় থেকে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ মে ২০২২, ০২:৫৮

থানচি জীবননগরে পাহাড় থেকে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২

বান্দরবানের থানচি উপজেলার জীবননগরে পাহাড় থেকে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সোয়া ১০টায় বান্দরবন থেকে থানচি যাওয়ার পথে নীলদিগন্ত পর্যটন স্পট পরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হামিদুর রহমান (৪০) পর্যটক বলে জানা গেছে। তবে বাকিজন পর্যটক নাকি গাড়িচালক সেটি নিশ্চিত হওয়া যায়নি।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯ জনের একটি পর্যটকদল এক্স নোয়া মাইক্রো নিয়ে থানচি আসছিলেন। পথে নীলদিগন্ত পর্যটন স্পট পরবর্তী এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে হামিদুর রহমান মারা যান।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িতে চালক ছাড়া বাকি সবাই বুয়েটের সিকিউরিটি গার্ড ছিলেন। এ ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top