হিলি বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ
দিনাজপুর থেকে | প্রকাশিত: ২৭ মে ২০২২, ০৬:১৬
দিনাজপুরের হিলি বাজারে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে হিলি বাজারে অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর-এ-আলম।
হিলি বাজারের বিভিন্ন রাস্তায় অবৈধভাবে ব্যবসায়ীরা দখল করে মানুষের চলাচলে অসুবিধা সৃষ্টি করে। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদসহ চারজন ব্যবসায়ীকে ১৬০০ টাকা জরিমানা করেন তিনি।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, অভিযোগ আছে হিলি বাজারে ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা করছে। এতে জনসাধারণের চলাচলের অনেক অসুবিধা হচ্ছে, জনসাধারণের সুবিধার্থে আজকের এই অভিযান।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।