• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ধানক্ষেতে মিললো অজগর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ মে ২০২২, ০৩:৩৮

ধানক্ষেতে মিললো অজগর

লালমনিরহাটের হাতীবান্ধায় ধানক্ষেত থেকে আট ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। সাপটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ সেখানে ভিড় করছে।

শনিবার (২৮ মে) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের মঠেড় গোর এলাকার একটি ধানক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ওই এলাকার কৃষক হাবীবুর রহমান জমিতে ধান কাটাতে যান। এ সময় তিনি অজগর সাপটি দেখতে পান। পরে স্থানীয় কয়েকজন কৃষক মিলে সাপটিকে দড়ি দিয়ে বেঁধে আটক করেন। পরে স্থানীয়রা পুলিশ ও বন বিভাগ কর্মীদের খবর দেন। আট ফুট লম্বা অজগরটির ওজন ৮-১০ কেজি হবে।

হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোতাহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় নওদাবাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক বলেন, সাপটি নিয়ে স্থানীয় শালবনে ছেড়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজির হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে প্রাণিসম্পদ অফিসার ও পুলিশ পাঠানো হয়।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top