ফকিরহাটে নিবন্ধনহীন ৩টি ক্লিনিক সিলগালা
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৩০ মে ২০২২, ১০:২১
ফকিরহাটে নিবন্ধনহীন ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিল গালা করে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন উক্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়।
সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের জারিকৃত প্রজ্ঞাপনে ৭২ ঘন্টার মধ্যে নিবন্ধনহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে ফকিরহাটের বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এর মধ্যে ৩টি প্রতিষ্ঠানে কোন বৈধ কাগজপত্র না থাকায় তা সিল গালা করে দেওয়া হয়। ক্লিনিকগুলো হলো ৭১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, চায়না ডায়াগনস্টিক সেন্টার ও ফকিরহাট শিশু হাসপাতাল।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মু. মহিবুল্লাহ জানান, উপজেলার ১৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ৩ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নবায়নের জন্য ৭ দিন সময় দেওয়া হয়েছে। এরপর আবার অভিযান পরিচালনা করা হবে।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক বাগেরহাটের তত্বাবধানে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।