বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ফকিরহাটে বৃদ্ধ ভ্যান চালকের বুকে বাঁশ ঢুকে মৃত্যু

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৩১ মে ২০২২, ০৯:৪৪

ফকিরহাটে বৃদ্ধ ভ্যান চালকের বুকে বাঁশ ঢুকে মৃত্যু

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের মূলঘর এলাকায় দাড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে অপর ভ্যান চালক আ. রহিম হাওলাদার (৬০) নিহত হয়েছেন।

ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান জানান, সোমবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ভ্যান চালক রহিম হাওলাদার ফকিরহাট থেকে ফলতিতা যাওয়ার রওয়া দেন। মূলঘর এলাকায় এসে পৌঁছালে ওই ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি বাঁশ বোঝাই ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে তার বুকের মাঝখানে বাঁশের আগা ঢুকে গুরুত্বর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত রহিম হাওলাদার মূলঘর গ্রামের কদম আলী হাওলাদারের পুত্র।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top