ফকিরহাটে পিলজংগ ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা

বাগেরহাট থেকে | প্রকাশিত: ৩১ মে ২০২২, ০৯:৫৫

ফকিরহাটে পিলজংগ ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা

বাগেরহাটের ফকিরহাটে টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জন, স্বচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পিলজংগ ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উমুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

পিলজংগ ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার (৩০ মে) বেলা ১১টায় অত্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও জেলা পরিষদের সাবেক সদস্য মল্লিক আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। ইউপি সদস্য সঞ্চয় কুমার ধর সুমনের সঞ্চালনায় বাজেট বই পাঠ করেন ইউপি সচিব রাজিব মজুমদার।

উন্মুক্ত বাজেট সভায় ২০২২-২৩ অর্থ বছরে ৪৩লক্ষ ৫০হাজার ৮০৫টাকা রাজস্ব ও ২ কোটি ৩৩লক্ষ ৫৬হাজার টাকা উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, প্রভাষক অঞ্জন দে-সহ বিভিন্ন ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top