হিলিতে কমতে শুরু করেছে চালের দাম

দিনাজপুর থেকে | প্রকাশিত: ৪ জুন ২০২২, ০৯:৫৭

হিলিতে কমতে শুরু করেছে চালের দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারী ও খুচরা বাজারে কমতে শুরু করেছে চালের দাম। কেজি প্রতি ২ থেকে ৪ টাকা কমেছে দাম।মিনিকেট চাল গত দুই দিন আগে কেজি প্রতি বিক্রি হয়েছিলো ৬৬ টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে ৬৪ টাকায় এবং স্বার্না জাতের চাল কেজি প্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৬ টাকায়।সরকারী ভাবে বাজার মনিটরিং করার কারনেই কমতে শুরু করেছে দাম এবং নতুন ধানের চাল বাজারে আসলে আরোও দাম কমবে বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

চাল কিনতে আসা মোয়াজ্জেম হোসেন জানান,এখন তো বোরো ধানের মৌসুম।তবুও কেন চালের দাম বাড়ছে। আমরা গরীব মানুষ।যে টাকা আয় করি তা দিয়ে বাজার করতেই শেষ হয়।তবে প্রশাসনের নজরদারিতে কিছুটা কমেছে চালের দাম। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে জরুরী ভাবে নিয়মিত বাজার মনিটরিং এর দাবী জানান সাধারণ ক্রেতারা।

হিলি বাজারের চাল বিক্রেতা বাবুল হোসেন বলেন,সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিং এর কারনে কমতে শুরু করেছে চালের দাম। তবে মিল মালিকরা নতুন ধানের চাল এখনো বাজারের ছাড়েনি।নতুন ধানের চাল বাজারে ছাড়লে আরোও চালের দাম কমে যাবে। চালের দাম কিছুটা কমেছে তবে ক্রেতা নেই।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top