পাবনায় ডিবি পুলিশের অভিযানে ৫টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার-৪

পাবনা থেকে | প্রকাশিত: ৫ জুন ২০২২, ০৬:০৭

পাবনায় ডিবি পুলিশের অভিযানে ৫টি চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার-৪

পাবনা ডিবি পুলিশের একটি দল নাটোরের সিংড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাবনা থেকে চুরি হওয়া পাঁচটি চোরাই মোটর সাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃতরা হলো, পাবনার আমিনপুর থানার ঘোপসিলন্দা এলাকার লিয়াকত মিয়ার ছেলে আল-আমিন মুন্না (২৮), আটঘরিয়া উপজেলার দেবোত্তর হিন্দুপাড়ার আক্তারের ছেলে সোহাগ (২৫), সদর উপজেলার বালিয়াহালট এলাকার মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে মনির হোসেন (৪০) ও চাটমোহর উপজেলার কৈলমহল এলাকার শাহজাহানের ছেলে শিপন (২৫)। 

শনিবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয় চত্বরে সংবাদ সন্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) জানান, গত কয়েকদিন আগে পাবনা সদর থানায় মোটর সাইকেল চুরি সংক্রান্ত মামলা হয়। মামলা তদন্তে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ তদন্তে নামে। 

শনিবার ভোরে নাটোরের সিংড়া থেকে আল-আমিন মুন্না কে আটক করে ডিবি পুলিশ। পরে তার স্বিকারক্তি অনুয়ায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো তিনজনকে আটক করে। এসময় উদ্ধার করা হয় বিভিন্ন সময় চুরি হওয়া ৪টি চোরাই ডিসকভার ও একটি হিরোমোটর সাইকেল্। 

গ্রেফতারকৃতদের মধ্যে মুন্নার বিরিুদ্ধে তিনটি, সোহাগের বিরুদ্ধে দুইটি,শিপনের বিরুদ্ধে ছয়টি এবং মনিরের বিরুদ্ধে তিনটি চুরর মামলা আদালতে বিচারাধীন আছে।  




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top