লক্ষ্মীপুরে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

লক্ষীপুর থেকে | প্রকাশিত: ১৩ জুন ২০২২, ০৫:৫২

লক্ষ্মীপুরে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে লক্ষ্মীপুরে এবার প্রায় ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ।

এ সময় সিভিল সার্জন ডা. আহম্মদ কবির জানান, সারাদেশের ন্যয় লক্ষ্মীপুরেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন হতে ১৫ জুন পর্যন্ত । ৪ দিনব্যাপী জেলার ৫টি উপজেলায় মোট ১ হাজার ৪৮১টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৩ হাজার ৫৯৩ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবেন।

৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সভিল সার্জন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top