বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

কাজি আজহার আলি কলেজে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন

বাগেরহাট থেকে | প্রকাশিত: ১৫ জুন ২০২২, ০৬:১৬

কাজি আজহার আলি কলেজে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী কাজি আজহার আলি কলেজ মাঠে শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন।

বাগেরহাট জেলা পরিষদ ও ফকিরহাট উপজেলা পরিষদের অর্থায়নে ১০ লক্ষ টাকা ব্যায়ে শহীদ মিনারটি তৈরি করা হবে। সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষের সঞ্চালনায় ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য শেখ আব্দুর রাজ্জাক, শেখ ছিদ্দিকুর রহমান, খন্দকার আলফেশানী তরিকুল্লাহ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন দাড়িয়া, উপাধ্যক্ষ হাওলাদার মুজিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি তপন কান্তি দাস, হাবিবা কুমকুম প্রমূখ।

এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top