সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নে হিলিতে জনপ্রতিনিধিদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দিনাজপুর থেকে | প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১০:৪২
সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নে দিনাজপুরের হিলিতে উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক-উপ-সচিব আব্দুল মোতালেব।
এ সময় সেখানে উপজেলা সমাজসেবা অফিসার মইনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, প্যানেল মেয়র মিহাজুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাউছার রহমান, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানসহ সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ইউপি সদস্য সদস্যাসহ ৩০ জন সেমিনারে অংশ নেন।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।