রাজশাহীতে হচ্ছে নতুন আরেকটি বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুন ২০২২, ০৫:৪০

রাজশাহীতে হচ্ছে নতুন আরেকটি বিমানবন্দর

খুব শিগগির রাজশাহীতে নতুন আরেকটি বিমানবন্দর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, এটি অনেক সুন্দর হবে।

রোববার (১৯ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটের বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে আম উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে ইউরোপ-আমেরিকার বাজারে চাঁপাইনবাবগঞ্জের আম রপ্তানির জন্য দুটি কার্গো বিমান কেনার নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এতে চাষি-ব্যবসায়ীরা লাভবান হবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে শুধু আম নয় ভালো সবজিও উৎপাদন হচ্ছে। এগুলো বিদেশে রপ্তানি করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসবে।

এ সময় চাঁপাইনবাবগঞ্জের আমের প্রশংসা করে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বিশ্বের সব দেশে আম উৎপাদিত হলেও চাঁপাইনবাবগঞ্জের আমের মতো স্বাদ পৃথিবীর কোনো দেশে পাওয়া যাবে না।

জেলা প্রশাসক এ কে এম গালিব খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত বক্তব্য রাখেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top