চাঁপাইনবাবগঞ্জে কারাবন্দির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৫:৩৩
চাঁপাইনবাবগঞ্জে রেজাউল (৫০) নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রেজাউল করিম সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছাবানিয়া গ্রামের জোহাকের ছেলে। তিনি ২০২০ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলার আসামী হিসেবে কারাগারে বন্দি ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ কারখানার জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, হাজতি রেজাউল করিম সকালে নাস্তা করার পর বুকে ব্যথার কথা জানায়। তাকে সকাল সোয়া ৮টায় জেলখানার হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা গুরুত্বর হলে রেজাউলকে জেলা সদর হাসপাতালে রেফার করেন জেলখানার চিকিৎসক। সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদর হাসপাতালের চিকিৎসক রেজাউলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রেজাউল মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর রেজাউলের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।