সিলেটে বন্যার্তদের পাশে আফজাল সাজেদা ফাউন্ডেশন
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৯:৪৭
সিলেট-সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় সরকার থেকে নানা ব্যবস্থা গ্রহণ করা হলেও বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিগত পর্যায়ে অনেকে খাবার সরবরাহ করছেন। এরমধ্যে অন্যতম আফজাল সাজেদা ফাউন্ডেশন নামক একটি বেসরকারি এনজিও। সিলেটে বন্যার্ত ৫০০ হতে ১০০০ পরিবারকে ত্রান প্রদানের মাদ্ধমে সাহায্য করবে সংস্থাটি। আপনাদের সকলকেই আমন্ত্রন জানানো হচ্ছে এ এস এফ ফাউন্ডেশন ই হোক আর অন্য মাদ্ধমেই হোক না কেনো সকলেই নিরিহ এই মানুষদের পাশে এগিয়ে আসবেন।
সিলেটে বন্যাকবলিত অঞ্চল গুলোতে সাধারণ দুঃস্থ বানভাসীদের জন্য আমাদের এই ছোট্ট উদ্যোগ নেয়া, আশা করছি দেশের মানুষ হয়ে এই অসহায় মানুষের পাশে আপনারাও আমাদের সাথে থাকবেন। প্রতিটি মানষের জন্য আমরা ৫ দিনের খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি।
শুকনো খাবার:
- চিড়া - ৩ কেজি
- মুড়ি - ১কেজি
- গুর- ১কেজি
- বিস্কুট - ১ প্যাকেট
- পেঁপে/গাজর - ১কেজি
- খেজুর - ১/২ কেজি
- সেলাইন - ৫টা
- প্যাকেট দুধ - ৪০০ গ্রাম
- নরমাল পানি - ৫ দিনের ৫ লিটার।
- হাত ধোয়ার লাইফবয় সাবান ১টা।
পানি থাকা অবস্থাতে আমরা মানুষদেরকে এই সাপোর্টগুলো দিব, এরপর পানি কমে গেলে ইনশাআল্লাহ আমরা সেই দুস্থ মানুষদের কাছেই পাঠাতে চাচ্ছি পরবর্তী ৫ দিনের খাবার:
- চাল - দশ কেজি
- ডাল -২কেজি
- তেল -১ কেজি
- আলু -২ কেজি
- হলুদ-মরিচ এক প্যাকেট
- সাবান একটা
- লবণ এক প্যাকেট
- মোমবাতি চারটা
- ম্যাচ একটা
আমাদের রকেট এবং নগদ নাম্বার 01923062840
বিকাশ নাম্বার - 01515634891
উল্লেখ্য, আফজাল সাজেদা ফাউন্ডেশন ২০২১ সালে তাদের যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকেই বেসরকারি এই এনজিও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদেরকে শিক্ষা ব্যবস্থা প্রদান করে আসছে।
বিষয়: আফজাল সাজেদা ফাউন্ডেশন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।