হিলিতে ২৪ জন কাব স্কাউট সদস্যকে দীক্ষা প্রদান
দিনাজপুর থেকে | প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১০:৫০
দিনাজপুরের হিলিতে ২৪ জন কাব স্কাউট সদস্যকে দীক্ষা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বাংলাহিলি ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাব ইউনিট লিডার মোঃ মহিদুল ইসলামের নেতৃত্বে কাব স্কাউটের ১৮ জন এবং গার্লস ইন কাব স্কাউটের ৬ জনসহ মোট ২৪ জন কাব শিশুকে দীক্ষা প্রদান করেন।
এতে সেখানে উপজেলা রির্সোস সেন্টার, ইন্সট্টাটর বদরুল মিল্লাত, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ, বাংলাদেশ স্কাউট কমিশনার আনোয়ারুল হক টুকু, বাংলাদেশ স্কাউট, সাধারণ সম্পাদক, কাওছার আহমেদসহ শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
এ সময় সদস্যদের মাঝে ব্যাজ ও স্কার্ফ পড়িয়ে দেওয়া হয়।কাব বয়সী শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্বিক শিক্ষা প্রদান করে স্থানীয়, জাতীয় এবং আন্র্Íজাতিক পর্যায়ে ব্যক্তিগত ভাবে,সৎ, সুন্দর, দক্ষ নেতৃত্ব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষেন সাপ্তাহিক প্যাক মিটিং অনুষ্ঠিত হয়।
এনএফ৭১১/আরআর/২০২২
বিষয়: দিনাজপুর কাব স্কাউট সদস্য
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।