ফকিরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১১:৪৩

ফকিরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ হেলাল উদ্দীর ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, মডেল থানার থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ফকিরহাট সহকারি কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারসহ অনুষ্ঠিত এই কর্মশালা বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা।

এনএফ৭১১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top