হিলিতে টিসিবি’র স্বল্প মূল্যের পণ্য বিক্রি শুরু
দিনাজপুর থেকে | প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৪:৪৬
দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে কোরবানি ঈদের আগের বাজার মূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি পেয়ে খুশি নিম্নআয়ের মানুষরা।
সোমবার (২৭ জুন) বেলা ১১টায় উপজেলার চারমাথা মোড়ে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর এ আলম।
উপজেলার ১০ হাজার ৫শ ৭১ জনকে ফ্যামেলি কার্ডের মাধ্যমে ১ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার তেল দেওয়া হচ্ছে।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।