ফকিরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠিত
বাগেরহাট থেকে | প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৯:৫৯
বাগেরহাটের ফকিরহাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (২৭ জুন) সকাল ১০টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সেমি-ফাইনাল ও বিকাল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীস কুমার নন্দী। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিছালনায় এসময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাশ ও সরোজ কুমার রায়, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর রনজিৎ কুমার মিস্ত্রি. মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে বৈলতলী পিলজংগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়েছে। ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হয়েছে উভয় বিজয়ী দলের প্রান্ত বসু ও দিয়া শিকদার। সেরা গোলদাতা হয়েছে উভয় রানার্সআপ দলেরআবু হুরাইয়া ও আছিয়া খাতুন।খেলা পরিচলনা করেন মো. ইউসুব, সহযোগিতায় ছিলেন লিপন বিশ্বাস ও জাকির হোসেন।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ফকিরহাটে ফুটবল টুর্নামেন্ট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।