ফকিরহাটে নারীদের সেলাই মেশিন ও ছাত্রীদের বাইসাইকেল বিতরণ
বাগেরহাট থেকে | প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০৫:৫১
বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নে ২০২১-২২ অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে নারীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রশিক্ষিত অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
একই সাথে কন্যাবর্তিকা কর্মসূচির আওতায় ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করা হয়। এদিন ১৩জন নারীকে সেলাই মেশিন, ১০জন ছাত্রীকে বাইসাইকেল ও ইউনিয়ন তধ্য কেন্দ্রে প্রিন্টারসহ একটি কম্পিউটার সেট প্রদান করা হয়।
নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার (২৯ জুন) ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে নারীদের মাঝে সেলাই মেশিন ও ছাত্রীদের মাঝে বাই সাইকেল তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আ. রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান মাহফুজুর রহমান, সাধারন সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন, ইউপি সচিব শেখ মো. দাউদ আলীসহ বিভিন্ন ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নারীরা সেলাই মেশিন ও ছাত্রীরা বাই সাইকেল পেয়ে খুশি হয়েছেন বলে জানিয়েছেন উপকাভোগীরা।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।