লক্ষ্মীপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে রথ যাত্রা উৎসব পালিত
লক্ষীপুর থেকে | প্রকাশিত: ২ জুলাই ২০২২, ১০:২৩
লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথ যাত্রা উৎসব। নেওয়া হয়েছে ৯ (নয়) দিনব্যাপী নানা কর্মসূচী। রথ যাত্রা উপলক্ষ্যে শুক্রবার (০১ জুলাই) বিকালে জগন্নাথ. বলদেব ও সুভদ্রার বিগ্রহ নিয়ে বনার্ঢ্য রথ যাত্রা র্যালী করে ইসকন।
র্যালীটি ইসকন মন্দির থেকে শুরু হয়ে জেলা শহর পদক্ষিন করে। এসময় প্রায় ৫ হাজার ভক্তবৃন্দ রথ যাত্রা র্যালীতে অংশগ্রহন করে। এর আগে ইসকন মন্দির প্রাঙ্গনে যজ্ঞানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় রয়েছে ভাগবতীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, লীলমৃত পাঠ ও প্রসাদ বিতরন।
এছাড়া জেলার যে সকল মন্দিরে জগন্নাথ এর বিগ্রহ রয়েছে সেখানে উৎসব মুখর পরিবেশে রথ যাত্রা উৎসব চলছে। আগামী ৮ জুলাই উল্টো (ফিরতি) রথ যাত্রার মধ্য দিয়ে শেষ হবে রথ যাত্র উৎসব।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।