মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


বগুড়ায় ফের বাড়ছে যমুনার পানি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুলাই ২০২২, ০৮:৫৪

বগুড়ায় ফের বাড়ছে যমুনার পানি

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পানি ফের বাড়তে শুরু করেছে। ফলে দুশ্চিন্তায় বন্যাকবলিত এলাকার মানুষ।

সোমবার (৪ জুলাই) যমুনা নদীতে পানির উচ্চতা ছিল ১৬.৫২ মিটার যা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিয়াকান্দিতে দায়িত্বে থাকা গেজ রিডার পরশুরাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ১৭ জুন বিকেলে যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছিল। ২১ জুন পানি বিপৎসীমার সর্বোচ্চ ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। পরদিন ২২ জুন দুপুর পর্যন্ত পানি স্থিতিশীল ছিল। তবে বিকেল থেকে পানি কমতে শুরু করে। কয়েকদিন পানি কমে ২৮ জুন পর্যন্ত যমুনার পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর ২৯ জুন সকাল থেকে আবারো পানি বাড়তে থাকে।

এদিকে কয়েকদিন আগে বন্যাকবলিতরা বাড়িঘরের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেড়িবাঁধে আশ্রয় নিয়েছিলেন। পানি নেমে যাওয়ায় জিনিসপত্র নিয়ে ঘরে এসেছিলেন। পানি বেড়ে যাওয়ার খবরে তারা আবারো দুশ্চিন্তায় পড়েছেন। এভাবে পানি বাড়তে থাকলে পুনরায় ঘরের জিনিসপত্র এবং গবাদিপশু নিয়ে উঁচু কোথাও যেতে হবে তাদের।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top