আতর-টুপির বাজারের ব্যবসায়ীরা হতাশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুলাই ২০২২, ০৮:০৬
এখনো জমে ওঠেনি টুপি, জায়নামাজ, আতর ও পাজামার দোকান। অন্যান্য সময়ের তুলনায় এবার ক্রেতাদের উপস্থিতি কম। তাই হতাশ ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট ঘুরে দেখা গেছে, ভেতরের দোকানের পাশাপাশি বাইরেও বসেছে দোকান। এসব দোকানে রয়েছে টুপি, জায়নামাজ, আতর, পাজামা, তসবিসহ নানা সামগ্রী। তবে ঈদকে কেন্দ্র করে বেচাকেনা তেমন না থাকায় অনেকে অলস সময় পার করছেন।
ব্যবসায়ীরা বলছেন, দুই বছর করোনার সংকট থাকায় বেচাকেনা তেমন হয়নি, তবে এবার রমজানে বেশ ভালো বিক্রি হয়েছিল। কিন্তু কোরবানি উপলক্ষে বিক্রি একেবারেই কম। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ আতর-টুপি কিনছেন না। আর বৃষ্টিসহ আনুষঙ্গিক কারণে ব্যবসা অনেকটা কম।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ঈদুল আজহা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।