সিরাজগঞ্জ মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২২, ০০:৩৫

রাত থেকে সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত বিভিন্ন জায়গায় থেমে থেমে চলছে গাড়ি।
শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় গোলচত্বর, সয়দাবাদ, কড্ডার মোড়, ঝাঐল ওভার ব্রিজসহ হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বলেন, রাত থেকে যানবাহনের চাপ বেড়েছে। ফলে মহাসড়কের কিছু কিছু জায়গায় দীর্ঘসারি দেখা গেলেও নেই কোনো যানজট। ভোগান্তিহীন ঈদযাত্রার দিকে খেয়াল রেখে কাজ করছি।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খাঁন সালেক বলেন, মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বেড়েছে। তবে ঢাকামুখী যানবাহনের চাপ নেই। যানবাহনের ধীরগতি থাকলেও নেই যানজট।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বঙ্গবন্ধু সেতু
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।