সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

চাঁদপুর লঞ্চঘাটে মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২২, ০৫:০৩

চাঁদপুর লঞ্চঘাটে মানুষের ভিড়

একদিন পর পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে চাঁদপুর লঞ্চঘাটে বেড়েছে ঘরমুখো যাত্রীর চাপ। চাপ বেশি থাকায় সকাল থেকেই লঞ্চগুলো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাটে আসতে দেখা গেছে। যাত্রীদের দাবি, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ভোগান্তি নিয়েই ফিরতে হচ্ছে তাদের।

সরেজমিনে শুক্রবার (৮ জুলাই) দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা থেকে আসা যাত্রীদের উপচেপড়া ভিড়। এতে লঞ্চঘাট এলাকা ও আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়। দেখা যায়, শুধু আসন নয় বারান্দা এবং ছাদেও যাত্রীরা দাঁড়িয়ে আছেন। তবে ভোগান্তি কাটিয়ে চাঁদপুরে আসতে পেরে তাদের চোখেমুখে আনন্দের ছাপ।

ঢাকা থেকে আসা কয়েকজন যাত্রী বলেন, ঈদে ঘরে ফিরতে সবসময় একটু ভোগান্তি পোহাতে হয়। তারপরও বাড়ি আসাটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। তিন থেকে সাড়ে তিন ঘণ্টা লঞ্চে একই জায়গায় দাঁড়িয়ে আসতে হয়েছে। তবে লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়নি বলেও জানান তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিবহন পরিদর্শক মো. শাহ আলম জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ কিছুটা বেশি। তবে যাত্রীদের নিরাপত্তায় কঠোর অবস্থানে আছে বিআইডব্লিউটিএ। ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সদরঘাটে তদারকি করছে বিআইডব্লিউটিএ, নৌপুলিশ, কোস্টগার্ড, প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর।

তিনি বলেন, বেশিরভাগ যাত্রী অতিরিক্ত গরমের কারণে নির্ধারিত আসন গ্রহণ করেন না। তারা বারান্দায় বা ছাদে দাঁড়িয়ে থাকেন। এতে যাত্রী অনেক বেশি দেখা যায়। তবে ঢাকামুখী যাত্রীর কোনো চাপ নেই বলে জানান তিনি

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও তারা যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন সে বিষয়ে তদারকি করা হচ্ছে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top